খুলনায় জুট মিলে আগুন

HEALTH CARE ADVICE
By -
0


 খুলনার ফুলতলা উপজেলার সুপার জুট মিলে রোববার (১০ আগস্ট) দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মতিয়ার রহমান গণমাধ্যমকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।


খুলনা ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, ফুলতলার সুপার জুট মিলে আগুন লাগার খবর পেয়ে রাত ৯টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট রওনা দেয়। পর্যায়ক্রমে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ১০টা ৪১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পাটে আগুন লাগার কারণে এখনো ধোঁয়া বের হচ্ছে। এজন্য ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটি নির্বাপনের কাজ করছে। জুট মিলের একটি গোডাউনের পাটের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ জানা যাবে।


সুপার জুট মিলের ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, রাত পৌনে ১০টার দিকে মিলের অভ্যন্তরে রাখা পরিত্যক্ত জুট গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে মিলের অভ্যন্তরীণ অগ্নি নির্বাপক দল চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আল্লাহর রহমতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 


সুপার জুট মিলের মালিক ফিরোজ ভূইয়া বলেন, আল্লাহ রহমত করেছেন। এজন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে মিলটি রক্ষা পেয়েছে।


ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লাল হোসেন বলেন, রাত পৌনে ১০টায় আগুনের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে খুলনা ও যশোরের ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পুলিশ ও ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে। ফলে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আসে।


Post a Comment

0Comments

Post a Comment (0)